পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ায় প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিল থেকে নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তারা।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।