রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৬ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা।
গত ১১ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকা হতে রাত ১১:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৯ জনকে ৬,৪৫,০০০/- (ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৭৪,৪০০/- (চুয়াত্তর হাজার চারশত) টাকা মূল্যের ৪০ কেজি জাটকা ইলিশ ও ৭২ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।