
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শহীদ ফারুক সড়কে আবু বকর সিদ্দিক হাবু নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ওই সড়কের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার (১৬ আগস্ট) হাবুর কাঁচামাল দোকানের সামনে এই ঘটনা ঘটে। পরিচিতরা পরে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে মরদেহ।
Drop your comments: