দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পদ ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান তুলে নেতাকর্মীরা বলেন, সরকারের আজ্ঞাবাহ আদালত ও তাদের অঙ্গ সংগঠন দুদক রাজনৈতিক প্রতিহিংসায় এ মামলা দিয়েছে। বিরোধী দলের জনপ্রিয় নেতাদের হেয় করতেই এই রায় দেওয়া হয়েছে।
Drop your comments: