রাজধানীর শাহবাগে অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টির সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। রোববার রাতে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে ২৮ পিস নকটিন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, হৃদয় হোসেন (৩২), মাে. আলম (২৭), মো. মনির হোসনে (২৯), লিটন পাটোয়ারী (২৬), সুমন মিয়া (২৫), আবু বক্কর সিদ্দিক (৪০), মো. সাগর (২৩), মো. নাজমুল হোসেন (২০), আল আমিন (২১) ও মো.মাসুম (৩৫)।
সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ জানান, ঈদ উপলক্ষে অজ্ঞানপার্টির তৎপরতা বেড়ে যাওয়ায় নজরদারি বাড়ানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে অজ্ঞানপার্টির ওই ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলা নং-৩৭।