সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। তারই অংশ হিসেবে ৫০ টন খাদ্য সামগ্রী বাংলাদেশে পাঠিয়েছে আরব আমিরাত।
দেশটির সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে বৃহস্পতিবার (৬মে) এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে খাদ্য সামগ্রী ঢাকায় পৌছে। বাংলাদেশে আমিরাত দূতাবাসের চার্জ-ডি-অ্যাফায়ার্স আব্দুল্লাহ আলী আল হাউমুদি বলেন: “সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে। সহযোগিতার মাধ্যমে সম্পর্কের উন্নতি করছে।”
তিনি আরও বলেন, “২০২০ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তখন ৭ মেট্রিক টন খাদ্যসামগ্রীর পাশাপাশি ৭ হাজার স্বাস্থ্যকর্মীকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করে।
Drop your comments: