আলুর ন্যায্য দাম না পাওয়ায় রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
সোমবার, এপ্রিল ২৫, ২০২২, বেলা ১১ টায়, রংপুর শহরের সাতমাথায় সড়কে, আলু ফেলে ন্যায্য দাম নিশ্চিত এবং বিদেশে রপ্তানির দাবি জানান।
আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, হিমাগারের ভাড়া ও উৎপাদন খরচ মিলিয়ে এবার প্রতি কেজি আলুতে খরচ হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়।
লোকসানের প্রতিবাদে আলু চাষী ও ব্যবসায়ীরা প্রায় পৌনে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মাহিগঞ্জ এলাকার কৃষক সোলেমান মিয়া বলেন, এবার আলু চাষ করে কৃষক ধ্বংস হয়েছে। হিমাগারের ভাড়া ও উৎপাদন খরচ দুটোই এবার বেড়েছে। কম দামে আলু বিক্রি করে লোকসান হচ্ছে। ব্যবসায়ী জিয়াউল ইসলাম বলেন, আলুর বর্তমান যে বাজার দর এতে আমরা লোকসানে পড়েছি। সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। আলুর দাম নিয়ে কৃষক ও ব্যবসায়ী সবাই প্রতিবাদ করছেন।