বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, যেসব ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে জিয়া সফল। ইতিহাস মুছে দেয়া যায় না, সময়মতো ফিরে আসে।
দলটির গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কমিটির দুই দিনব্যাপী আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার ইতিহাস বিকৃতি করছে। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। ক্ষমতাসীনরা বিএনপিকে ভয় পায়।
আওয়ামী লীগ নির্বাচনের নামে তামাশা ও ডাকাতি করে ক্ষমতায় থাকতে চায় জানিয়ে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে নিরপেক্ষ সরকার চায় বিএনপি। বর্তমান সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে গণ-অভ্যুত্থানের বিকল্প নাই।
Drop your comments: