গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং অবিলম্বে বন্দিমুক্তির দাবিতে তেল আবিবে জোরালো বিক্ষোভ। শনিবার ইসরায়েলের রাজধানীতে জড়ো হন কয়েক হাজার মানুষ। খবর রয়টার্স
এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে যুদ্ধবিরতি এবং জিম্মিমুক্তির প্ল্যাকার্ড শোভা পাচ্ছিলো।
এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু প্রশাসনের নির্বুদ্ধিতার কারণেই তারা আজ নরকের সাজা ভোগ করছেন। হামাসের হামলায় ইসরায়েলের গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকেও দায়ী করেন তারা।
হামাসের হাতে জিম্মির দুই সপ্তাহ পেরুলেও, মিলছে না প্রিয়জনের খোঁজ-খবর।
এর আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে দুধর্ষ অভিযান চালায় স্বাধীনতাকামী সংগঠন- হামাস। বন্দি বানায় ২১০ ইসরায়েলিকে। যাদের মধ্যে, দুই মার্কিন নারীকে শুক্রবার মুক্তি দেয় হামাস।
Drop your comments: