নিউ ইয়র্ক বাফেলো আল-ফজল মুনিরী গাউছুল আজম জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৭নং যুক্তরাষ্ট্র শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বাদে আছর হতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক, নিউ ইয়র্ক ব্রঙ্কস ইসলামী সেন্টার মসজিদের পরিচালক ও খতিব হযরতুলহাজ্ব আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী ছাহেব (ম:জি:আ:)।
এতে স্বাগত বক্তব্য রাখেন গাউছুল আজম মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রব, আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ ইউছুফ ছাহেব ও নিউইয়র্ক আমেরিকান মুসলিম সেন্টার এর সাবেক ডিরেক্টর মাওলানা মুহাম্মদ ফয়সাল নেওয়াজ। মাহফিলে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মাহফিলের শুরুতে ১ম পর্বে নতুন প্রজন্ম ছোট্ট বাচ্ছাদের পবিত্র কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রধান করা হয়, ২য় পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মোহাম্মদ আইহাম হক, নাতে মোস্তফা (দ.) পেশ করেন, ডক্টর আহসানুল কায়ছার এবং হাজী এসকান্দর মিয়া, মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) এর শানে পবিত্র কছিদা পেশ করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারী মোহাম্মদ রায়হান উদ্দীন।
পরিশেষে মিলাদ কেয়াম এবং মোনাজাতের মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি, উন্নতি ও অগ্রগতি এবং দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ:) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা এবং মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) এর হায়াতে খিজরি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।