শিগগিরই যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নেওয়া শুরু করবে এবং প্রথম ধাপে দেশটি ৬২ জন রোহিঙ্গাকে নিতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
মঙ্গলবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
এ সময় এ কে মোমেন বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আরও উন্নত জীবন দেখতে চায়।’
যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের নেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তারা যা নেবে তা সমুদ্রের এক ফোঁটা পানির বেশি কিছু নয়।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কতজন রোহিঙ্গা নেবে তার সঠিক কোনো সংখ্যা আমাদের বলেনি।’
তবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্র শিগগিরই ৬২ জন রোহিঙ্গাকে নিতে পারে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বাংলাদেশ একটি শর্ত দিয়েছে যে ২০১৬ সালের আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আগে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা উচিত। কারণ যারা ২০১৬ সালের পরে এসেছে মিয়ানমার তাদের নিতে রাজি হয়েছে।’
২০১৬ সালের আগে আসা প্রায় ২৯ হাজার রোহিঙ্গা এখনো বাংলাদেশে অবস্থান করছে। তারা কক্সবাজারে ইউএনএইচসিআরের ক্যাম্পে বসবাস করছে।