নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১ মাস ৭ দিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কোমায় থেকে আজ ইন্তেকাল করেছেন বাংলাদেশি শিক্ষার্থী তানজিম সিয়াম।
আজ শনিবার (২২ আগস্ট) ১১ টার দিকে ইন্তেকাল করে সিয়াম। আমেরিকার বোস্টনের বেইনের সাধারণ সম্পাদক ওমর এফ সামী বাংলা এক্সপ্রেসের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।
চার মাস পূর্বে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানজিম সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন তিনি। এম অ্যান্ড আর কনভেনিয়েন্স স্টোর নামে ওই দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি। তারপর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন।
এদিকে বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ ও বেইনের সাধারণ সম্পাদকের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটিকে সাথে নিয়ে ডাকাতকে গ্রেফতারের জন্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠক করেন। ডাকাত ইতোমধ্যে গ্রেফতার হয়েছে।
উক্ত সংগঠন দুটি ও বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় গুলিবিদ্ধ ছাত্রের মা-বাবা ও দুই ভাইকে আমেরিকায় নেয়া হয়েছে।