![350344f2d10af90eb75c860723f1f07834c18556a0a6b48b](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/350344f2d10af90eb75c860723f1f07834c18556a0a6b48b.jpg)
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তিনি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ ইমরান ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দুই বছরের জন্য যোগ দেন। তার স্থলে ভারতের হাইকমিশনার হচ্ছেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদ ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডার হিসেবে ১৯৮৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি জেদ্দা, বন, বার্লিন এবং অটোয়ার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে এবং কলকাতা উপ-হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। ভারতের হাইকমিশনার থাকার আগে মোহাম্মদ ইমরান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।