মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে এক জন। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। খবর এএফপির।
বৃহস্পতিবার (১৬ জুন) ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল গির্জায় এ ঘটনা ঘটে। শরের পুলিশ বিভাগ ফেসবুকে এমন তথ্য জানিয়েছে। গির্জার ওয়েবসাইট থেকে জানা যায়, একটি পটলাক নৈশভোজের আয়োজনে এ ঘটনা ঘটে।
পুলিশ ক্যাপটেন শেন ওয়্যার সাংবাদিকদের জানান, একজন আততায়ী গির্জায় ঢুকে গুলি শুরু করে। বেপরোয়া গুলিতে এ সময় দুই জন মারা গেছে ও একজন গুরুত্বর আহত হয়েছে।
বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারির মতো ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছ। টেক্সাস অঙ্গরাজ্যে একটি বিদ্যালয়ে বন্দুকধারীদের গুলিতে ১৯ জন শিশুসহ ২২ জন নিহত হওয়ার ঘটনাটি দেশটিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।