দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষেপে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন তিনি। কিম বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শক্তিশালী ব্যবস্থা’ নেয়া হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩১ অক্টোবর) অন্যতম বড় যৌথ সামরিক মহড়া শুরু করে ওয়াশিংটন ও সিউল। শুক্রবার (৪ অক্টোবর) এই সামরিক মহড়া শেষ হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলো বেশ কিছু মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ক্রমাগত গুরুতর সামরিক উস্কানি অব্যাহত রাখে, উত্তর কোরিয়া আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি ওয়াশিংটন তার নিরাপত্তা স্বার্থকে ঝুঁকিতে ফেলতে না চায়, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে অকেজো এবং অকার্যকর যুদ্ধ মহড়া বন্ধ করা। যদি তা না হয়, তাহলে সব পরিণতির জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।