যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মো. কয়ছর আহমেদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের বাংলো বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয় না বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনের খবর শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয়দের কয়েকজন জানান, বিএনপি নেতার বাড়িতে স্বজনদের কেউ বসবাস করেন না। তিনিসহ তার ছোটভাই মো. কবির হোসেন পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন।
আগুনের ঘটনার বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুজিত সিংহ বলেন, আগুন লাগার বিষয়টি আমাদের কেউ জানায়নি।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা জগন্নাথপুর থানার এসআই জিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে একটি পোড়া শার্ট ও একটি আধাপোড়া কাঠের টুকরো পেয়েছে।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে জনপদের পর জনপদে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন শুরু হয়েছে। সন্ত্রাসীরা বেপরোয়া গতিতে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনসহ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া ও লুটপাটের খেলায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সুনামগঞ্জের জগন্নাথপুরের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দর্বৃত্তরা।
বিএনপি মহাসচিব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জোর দাবি জানান।