যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। লিজ় ট্রসের পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।
বিবিসি সোমবার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ঋষি সুনাক। ২৮ অক্টোবর তিনি শপথ গ্রহণ করবেন।
কনজ়ারভেটিভ পার্টির সদস্য ঋষি সুনাক যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। যুক্তরাজ্যের ইতিহাসে সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী হতে পারেন, এ দাবি করেছিলেন তিনি।
তার পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে, কনজারভেটিভ পার্টির নেত্রী পেনি মরডান্ট দাবি করেছিলেন ৯০ জনেরও বেশি এমপি তাকে প্রধানমন্ত্রী করার পক্ষে রয়েছেন। তবে সামনাসামনি তাকে সমর্থন দিয়েছেন মাত্র ৩০ জন এমপি।
প্রধানমন্ত্রী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ানো বরিস জনসনকে সমর্থন দেওয়া এমপিরাও ঋষি সুনাককেই সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তবে বিরোধী লেবার পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টি সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।