মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী হায়দার গণী খান পলাশ মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৯৪০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরদার পেয়েছেন ১২ হাজার ৯৪৭ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম ৭ হাজার ৩০২ ভোট পেয়েছেন।
বুধবার (৩১ মার্চ) দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে নির্বাচনে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবীর।
এদিকে নির্বাচনে জয়ী কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে সাহিদুর রহমান রিপন, ২নং ওয়ার্ডে রাশেদ আব্বাস রাজ, ৩নং ওয়ার্ডে মোকসিমুল বারী অপু, ৪নং ওয়ার্ডে জাহিদ হোসেন মিলন, ৫নং ওয়ার্ডে রাজিবুল আলম, ৬নং ওয়ার্ডে আলমগীর কবির হাজী সুমন, ৭নং ওয়ার্ডে সাহেদ হোসেন নয়ন, ৮নং ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু, ৯নং ওয়ার্ডে অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু।
আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আইরিন পারভীন ডেইজি, ২নং ওয়ার্ডে নাসিমা আক্তার জলি ও ৩নং ওয়ার্ডে রোকেয়া পারভীন ডলি নির্বাচিত হয়েছেন।
যশোর পৌরসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬৩ প্রার্থী। এর মধ্যে ৩ জন মেয়র পদে, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী ছিলেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হায়দার গণি খান পলাশ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মারুফুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মোহাম্মদ আলী সরদার প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও প্রতীক বরাদ্দের পর ধানের শীষের প্রার্থী গত ১৮ মার্চ ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।