মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে ১১ জন ও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ০১ জনের শরিরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। যশোর জেলায় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ জন। ইতোমধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন।
শনিবার (১৬ই মে) বেলা সাড়ে ১২ টার দিকে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বার্তা বাজারকে জানান,শুক্রবার (১৫)ই মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ০১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।