মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটা বাজার থেকে ৪২ লিটার দেশী তৈরি চোলাই মদ সহ আসিফ শেখ(৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর এর সদস্যরা।গ্রেপ্তার আসিফ পায়রা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
সোমবার(২১শে সেপ্টেম্বর) বেলা ১টার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটা বাজার অবস্থিত আসিফের দোকানের মধ্যে অভিযান চালিয়ে ৪২ লিটার বাংলা মদ সহ তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৬,সিপিসি-৩ যশোর এর কোম্পানী কমান্ডার মুহাম্মদ ছুরত আলম উদ্ধার মদক সহ আসামীর বিষয়টি বাংলা এক্সপ্রেসকে নিশ্চিত করেন।তিনি আরো বলেন,ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ২৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।