মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরে কাঁচা গাঁজার গাছ সহ বেজপাড়া এলাকার মোকছেদ মোড়ল এর ছেলে আব্দুর করিম(৪৮)কে গ্রেফতার করে র্যাব-৬ এর সদস্যরা।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে যশোর কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর করিম এর বসতবাড়ি থেকে কাঁচা গাঁজা গাছ সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।উদ্ধার কাঁচা তাজা গাঁজা গাছ যাহার উচ্চতা ৮ ফুট।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান,জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: