মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরতলীর চাঁচড়া চেকপোস্ট থেকে বিদেশী রিভলবারসহ রাসেদুল ইসলাম ওরফে রাহুল নামে এক যুবককে আটক করেছে। আটক রাহুল চাঁচড়া এলাকার নাজিমুদ্দিনের ছেলে।
শুক্রবার(১১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার সহ রাহুলকে আটক করা হয়।
যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, তারা গোপনে জানতে পারেন চাঁচড়া চেকপোস্ট এলাকায় এক যুবকের দখলে অবৈধ অস্ত্র রয়েছে। এ খবর পাওয়ার পর র্যাব সদস্যরা আজ ১১ ডিসেম্বর দুপুর ১ টার দিকে অভিযান চালিয়ে রাহুল নামে ঐ যুবককে আটক ও তার দখলে থাকা একটি বিদেশী রিভলবার উদ্ধার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।