মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত ইমাদুল হকের (৫৩) বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার ডাকাহারপাড়ায়।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় যশোর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ কুমার দাশ তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল অফিসার পলাশ কুমার দাশ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে ভারতের চিকিৎসকরা দেশে ফিরে যেতে বলেন। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে আসেন। অসুস্থ থাকায় প্রশাসনের কর্মকর্তারা তাকে বক্ষব্যাধি হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় মারা যান।
তিনি আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী তার মরদেহ নওগাঁয় পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।