
মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর দিপ্র ব্রিকস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের সিরাজুল গাজীর ছেলে সাহাবুদ্দিন গাজী (৪০) ও মঈনুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল যোগে দুই ভাই মণিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথে সুন্দলপুর এলাকার দিপ্র ব্রিকসের কাছে পৌঁছালে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই ভাই রাস্তায় পড়ে গেলে বাসের পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই বড় ভাই সাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত মঈনকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেলে ফরিদপুরের মধুখালীতে এলাকায় তারও মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, দুই ভাইয়ের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।