যশোর জেলা প্রতিনিধি: আগামী (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে বেনাপোলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহ আনন্দ ও প্রচার মিছিল বের করেছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও শার্শা উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকালে বেনাপোল বাজারে যশোর জেলা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আকুল হোসাইন নেতৃত্বে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমান, সাবেক সহ-সভাপতি নাসির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হোসেন, মিকাইল হোসেন, শাহাবুদ্দিন, কুদ্দুস সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।