মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রশাসন নো মাস্ক, নো সার্ভিস-এই নির্দেশনা পালনে কঠোর অবস্থান নিয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধে পুনরায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মাস্ক ছাড়া কাউকে দেখলে করা হচ্ছে ৫শ জরিমানা।
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা কেশবপুর ও পাঁজিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালান। এসময় মুখে মাস্ক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন। এর মধ্যে সরকারী খালে পাটা দেওয়ার অভিযোগে কন্দর্পপুর গ্রামের কামরুল বিশ্বাসকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
মাস্কের জন্য অর্থদন্ড ব্যক্তিরা হলেন খুলনার সুমন রায় ৫শ, কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ইসমাঈল ৫শ, মাদারডাঙ্গা গ্রামের সুলভ দেবনাথ ৫শ টাকা, কোমরপোল গ্রামের কল্যান দাস ৫শ টাকা, নারায়নপুর গ্রামের কৃষ্ণনাথ ১টাকা, বালিয়াডাঙ্গা গ্রামের রমেশ চন্দ্র ৩শ টাকা, হৃদ গ্রামের হযরত আলী ৫শ টাকা, বালিয়াডাঙ্গা গ্রামের আবু মুসা ৫শ টাকা, নারায়নপুর গ্রামের জহুরুল ইসলাম ৫শ টাকা, কেশবপুর শহরের কৃষ্ণ মন্ডল ৫শ টাকা, কানাইডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম ২শ টাকা, রমজান খাঁ ৫শ টাকা, খতিয়াখালি গ্রামের মিজানুর রহমান ৫শ টাকা, সাবদিয়া গ্রামের মোহন ৫শ টাকা, মূল গ্রামের বিকাশ চন্দ্র ১ হাজার, বাঁকাবর্শি গ্রামের লাকি খাতুন ৫শ টাকা, রামচন্দ্রপুর গ্রামের শামিম রেজা ৫শ টাকা, কেশবপুর শহরের শুসান্ত সাহা ৫শ, কন্দর্পপুর গ্রামের রফিকুল ইসলাম ৫শ, কোমরপোল গ্রামের অমিত দাস ৫শ টাকা, মনিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের সোবান ৫শ টাকা, কুষ্টিয়া জেলার ফুলসারা গ্রামের শরিফুল ইসলাম ৫শ টাকা ও পাটকেলঘাটার মাহমুদ শেখ ৫শ টাকা সহ মোট ৩০ জনের কাছ থেকে নগদ ১৬ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানা গেছে।