মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কোতয়ালী মডেল থানাধীন এলাকার একটি গলির ভিতর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করছে র্যাব সদস্যরা।
শনিবার (২৬ জুন) রাত ২টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর শান্তি কমিটি অফিসের সামনের গলির ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ শরীফুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অফিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
Drop your comments: