মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের রাজারহাট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক আবকর আলী (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে এ দুর্ঘটনার পর যশোর ও খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কয়লাবাহি ট্রাকটি রেলক্রসিংয়ের গেট ভেঙ্গে লাইনের উপর চলে আসলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়েছে। ট্রাকটি অপসারণের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের চাচঁড়া ফাঁাড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, যাত্রীবাহি ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি গেট ভেঙ্গে রেললাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। চুর্ণ-বিচুর্ণ হয়ে যায় ট্রাকটি। দুর্ঘটনায় হতাহতদের বাড়ি চঁাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।