মো. রাসেল ইসলাম: শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে একটি বালুবাহী ট্রাকের চাপায় তামিম ইকবাল নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রামপুর-কন্যাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তামিম ইকবাল উপজেলার কন্যাদাহ গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে কন্যাদাহ বাজারে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
Drop your comments: