মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধিঃ তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি (বাকাসস)’র কর্মবিরতি শার্শা উপজেলায় দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে উপজেলা কালেক্টরেট সহকারী সমিতি।
রবিবার ১৫ নভেম্বর শার্শা উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে সমিতির নেতা কর্মীরা অবস্থান কর্মসুচী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসুচী পালন করা হয়।
এ সময় দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসন চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির শার্শা উপজেলার নাজির কাম ক্যাশিয়ার মোঃ জাহিদুল ইসলাম, সার্টিফিকেট সহকারী মোঃ মিজানুর রহমান, সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উজ্বল কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে (বাকাসস) যশোর জেলার শার্শা উপজেলা শাখার সকল কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং ভূমি অফিস কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। অন্যান্য দপ্তরের কর্মচারীদের ক্ষেত্রে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হলেও আমাদের ক্ষেত্রে তার উল্টো। আমাদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়টি স্থবির হয়ে আছে। একই দেশে সরকারী কর্মচারীদের দু’রকম নীতি চলতে পারেনা। আমরা আমাদের অধিকার চাই। সরকারী দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রটি আমাদের। আমাদের বাদ দিয়ে সরকার তথা রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই আমরা অতিরিক্ত কোন দাবি করছিনা, অন্যান্য দপ্তরের ন্যায় আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যায্য অধিকার চাই। আমাদেরও পরিবার পরিজন, স্ত্রী-সন্তান রয়েছে। আমরারা আমাদের ন্যায্য দাবী দ্রুত বাস্তবায়ন করে ঘরে ফেরার সুযোগ পেতে প্রাণপ্রিয় জননেত্রী বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এই কর্মসূচি পালনের কারণে উপজেলা প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে যায়। যার কারণে চরম ভোগান্তিতে পড়েন উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে আসা গ্রামগঞ্জের সাধারন জনগন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়েন উপজেলা ভূমি অফিসে আসা কৃষকেরা ও সংশ্লিষ্ট দপ্তরে জমি-জামা সংক্রান্ত কাজে আজে সাধারণ মানুষেরা।