মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য সামনে রেখে শার্শা উপজেলায় উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমবায় দ্বিবস।
শনিবার (৬ নভেম্বর) উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি সমবায় কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ব্যক্তিদের সাথে নিয়ে র্যালী বের করা হয়।
শার্শা উপজেলা সমবায় অফিসার এবিএস আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনসহ সমবায় সমিতির সদস্যরা।
অনুষ্ঠান শেষে সাফল্য পাওয়া অগ্রগামী সমবায়ীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়।