মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ৩৮০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সোহাগ হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা।
রবিবার (২৭ ডিসেম্বর) বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাকে আটক করে। আটক সোহাগ শার্শা থানার ইছাপুর গ্রামের মোঃ কিতাব আলী বিশ্বাসের ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে ইছাপুর বিলের (মাঠের) মধ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিল সহ সোহাগকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
Drop your comments: