মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান ক্রিকেট রত্ন মানতে হবে সাকিব আল হাসানকে। শুধু দেশসেরা অলরাউন্ডার হিসেবে নয়, অর্জনে দেশের ইতিহাসে এখনো সেরা তিনি। মাঠের ক্যারিশমা যা রেখে গেছেন তাতেই অমরত্ব কেনা হয়ে গেছে। তিনি আজ বৃহস্প্রতিবার ১২ নভেম্বর দুপুর ১টার দিকে ব্যাক্তিগত কাজে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলে।
এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতে যাওয়ার পূর্বে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। কিছুক্ষন সেখানে অবস্থান করার পর সরাসরি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও ক্রিকেট ভক্তরা উপস্থিত থাকলেও তিনি তাদের সাথে কোন প্রকার কথা বলেননি।
Drop your comments: