মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি:
নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হাফিজ উদ্দিনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।
শনিবার সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় তাকে বেনাপোল ইমিগ্রেশনে আটক করা হয়।
আটক আসামীর নামে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। মামলা নাম্বার ১৩, তারিখ ১৩/৭/২০ ইংরেজি ধারা নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন ২০০৩) এর ১১ (গ)/৩০। হাফিজ উদ্দিন এর পিতার নাম ইউনুস আলী হাওলাদার তার পাসপোর্ট নাম্বার বি সি ০২২৭৯৮১।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান হাফিজ উদ্দিনের নামে নারী ও শিশু নির্যাতন মামলা থাকায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Drop your comments: