মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কের উপর থেকে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়।
শুক্রবার রাত ৯ টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের কাছে সংবাদ আসে ছোট আঁচড়া রোড দিয়ে একটি ফেন্সিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এএসআই আলমগীর হোসেন,কনেস্টবল খলিলুর রহমান,কনেস্টবল মহিউদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া বাইপাস রোডে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায় এবং সেখান থেকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মামুন স্যারের কাছে গোপন সংবাদ আসে সেই সংবাদের ভিত্তিতে ছোট আঁচড়া বাইপাস রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামীকে দ্রুত আটক করার কার্যক্রম চলছে।