মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকা থেকে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ জুলফিকার আলী(৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী জুলফিকার উত্তর বারপোতা গ্রামের মৃত: আওলাদ মুন্সির ছেলে।
বৃহস্পতিবার(২৯শে অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫শ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীর শরিলে অভিনব কায়দায় রাখা ছিল মাদক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান উদ্ধার গাঁজাসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে। যার মামলা নং- ৪৯, তাং- ২৯/১০/২০২০ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়।