মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শান্ত হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শান্ত কাগমারি গ্রামের শাহ আলমের ছেলে
সোমবার(২১শে সেপ্টেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় আঁচড়া গ্রামে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Drop your comments: