মোঃ রাসেল ইসলাম: যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার ঝিকরগাছা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে ঝিকরগাছা থানায় ওই স্কুলছাত্রীর মা এই মামলা করেছেন। অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোর শহরের পুরাতন কসবা এলাকার শফিকুল ইসলাম এর ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড এলাকা থেকে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে তুলে ধর্ষণ করে। পরে তাকে মোটরসাইকেলে করে ঝিকরগাছায় নামিয়ে দেয়। এ সময় ধর্ষণের ঘটনা ভিডিও করা হয়েছে বলে তাকে হুমকি দেওয়া হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি ১৬ জানুয়ারি রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।