ময়নাতদন্ত শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করে। সেখান থেকে তার মরদেহ নেয়া হচ্ছে বুয়েট ক্যাম্পাসে। জোহরের নামাজের পর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফারদিন নূর পরশের হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন বলেন, ফারদিন ক্লাসে কখনো অমনোযোগী ছিল না, নিয়মিত সব পরীক্ষায় অংশ নিয়েছে। শেষ ল্যাব পরীক্ষা শনিবার ছিল। সেদিন অনুপস্থিত থাকায় তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। তার মধ্যে কখনো হতাশাও দেখা যায়নি। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এদিকে, ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শেখ ফরহাদ হোসেন বলেন, ফারদিন নূর পরশকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা তার মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা নিহতের শরীর থেকে সংগ্রহকৃত নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে আমরা বলতে পারবো কীভাবে তাকে হত্যা করা হয়েছে।