তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার (২০২২/২০২৩) অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান। অনুষ্ঠানে প্যানেল মেয়র নাহিদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, মৌলভীবাজার ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহ-উর রহমান, কাউন্সিলর ফয়ছল আহমদ, আনিসুজ্জামান বায়েছ, নাজমা বেগম, জিমি আক্তার, জাহানারা বেগমসহ সাংবাদিক ও সুধীবৃন্দ।
বাজেটের উপর আলোচনা করেন, বিভিন্ন গণমাধ্যমের সাথে যুক্ত সংবাদকর্মী।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, আগামী অর্থবছরের বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিস প্রজেক্টে ৫০ কোটি, সিলেট বিভাগের পৌরসভাসমূহ উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো খাতে ৩০ কোটি, বেরি লেইক উন্নয়ন প্রকল্প ৭০ কোটি, ডাম্পিং স্টেশন উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি, শহরকে ফুলেল শহরে রূপান্তকরনে ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া কোদালীছড়া, পৌরসভার পুকুর সংস্কার, মনু নদীর পাড়ের পার্ক, মেয়র চত্বরে উন্মুক্ত মঞ্চের কাজ চলমান রয়েছে। এরমধ্যে সর্বমোট ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
এসব চলমান কাজ ও আগামীতে নেয়া উন্নয়ন প্রকল্পের কাজ সম্পাদনের জন্য মেয়র উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেছেন।