![InShot_20230705_163446499](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/07/InShot_20230705_163446499.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার ২০২৩-২৪ অর্থ বৎসরের ২’শ ২ কোটি ৯৬ লক্ষ ৬৩ হাজার ৫’শ ৭৯ টাকা ৬ পয়সা বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) পৌরসভা হল রুমে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে আমি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে আমি তা পরিশোধ করেছি। এ সময় পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বাজেট বক্তব্যে মেয়র জানান, পৌরসভার নিজস্ব সর্বমোট রাজস্ব আয় ১৫ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৯৯৬ টাকা, রাজস্ব ব্যয় ১৪ কোটি ৩ লক্ষ ২১ হাজার ১১৬ টাকা, উদ্বৃত্ত ১ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৮৮০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, পার্থ সারথী পাল, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।