তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নারী ও শিশুসহ মোট ১৮ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পিতবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে সকলকে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদক’কে জানান, তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা বলে জানা যায়।
Drop your comments: