তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশের মতো মৌলভীবাজারেও আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অন্যান্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিলেও মৌলভীবাজার জেলা কারাগার থেকে পরীক্ষা দিচ্ছেন এক এসএসসি শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সবাই যখন পরীক্ষা কেন্দ্রে সাঁজ সাঁজ রবে পরীক্ষা দিচ্ছেন হেলাল নামের ওই শিক্ষার্থী তখন একা কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন।
মৌলভীবাজার জেলা কারাগার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজার কারগার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার আশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল আহমদ (১৭)। হেলাল আহমদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সারের টং গ্রামে। তাকে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতনের মামলায় পরীক্ষার আগের দিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথমদিন পরীক্ষা ছিল কুরআন মজিদ ও তাজভিদ। পরীক্ষা চলে দুইঘন্টা। পুরো দুই ঘণ্টা জেলে বসেই পরীক্ষা দেন হেলাল। মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার আবু মূসা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার আবু মূসা বলেন, গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন মামলায় বিচার শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পরীক্ষার দিন তাকে সময়মতো বেলা ১১টায় প্রশ্ন দেয়া হয়।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পেয়ে আমরা পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নিয়েছি। কারাগারে বসেও যেন পরীক্ষা দিতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি। জেল সুপার আবু মূসা জানান, বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীর পরীক্ষা চলাকালে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরপাত্তা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া নিরাপত্তায় পুলিশ সদস্যরা ও তাঁর শিক্ষক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় বিধি অনুযায়ী কারান্তরীণ তিন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী কারাগারের নিকটবর্তী কেন্দ্র তাদের পরীক্ষা নিচ্ছে। দাখিল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করেছে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সিনিয়র টাইটেল মাদ্রাসা কেন্দ্র। আর দুই এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
উল্লেখ্য, এ বছর এবার সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।