
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অদ্য রবিবার (২রা অক্টোবর) মৌলভীবাজারের রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এক দল থানার সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার ৮নং মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ রুবেল মিয়া বয়স (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদক কারবারি রুবেল মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে বিভিন্ন বার মাদক মামলায় গ্রেপ্তার হয় জানা যায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন ৫ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
০১৭৪৫৯৩৯৪৪৮