তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউপি বাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।
অভিযানে আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেলের সন্ধান পায় অভিযানকারী দল। তাৎক্ষণিকভাবে তা জব্দ করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে মেসার্স সালাউদ্দিন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক আল আমিন। এতে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব ৯ ফোর্স।
সহকারী পরিচালক আল আমিন প্রতিবেদক’কে জানান, তাৎক্ষণিকভাবে জব্দ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেল খুচরা ব্যবসায়ীদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করবে। তবে একজন ক্রেতার কাছে এক বোতলের বেশি তেল বিক্রি করা যাবে না। খুচরা বিক্রেতারা সকল ক্রেতাদের তালিকা অবশ্যই ভোক্তা অধিকারে জমা দেবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।