তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রহস্যজনকভাবে ২ যুবক নিখোঁজ রয়েছেন। তাদের একজন মামুন মিয়া (২৬) সৌদি ফেরত প্রবাসী, অপরজন সাকির আহমেদ (৩২) পেশায় গাড়িচালক। প্রবাসী মামুন পাঁচদিন ধরে এবং সাকির গত ৩ দিন ধরে নিখোঁজ। উভয় ঘটনায় কুলাউড়া থানায় আলাদাভাবে অভিযোগ (জিডি) করা হয়েছে।
সাকিরের মামী রুমা বেগমের করা অভিযোগ (জিডি) নং ৭৪২ সুত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন গ্রামের আছকর আলীর ছেলে সাকির (৩২) একই ইউনিয়নের হাসিমপুর গ্রামে তার বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন।
বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় মামার বাড়ি থেকে শমসেরনগর যাওয়ার উদ্দেশ্যে করে বের হয়ে আর ফিরে আসেনি।
অপর নিখোঁজ মামুনের বাবা হারুন মিয়ার করা অভিযোগ (জিডি) সুত্রে জানা যায় ১০/১২ দিন আগে মামুন সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। গত শনিবার সকালে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
পরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রবিবার সকালে নিখোঁজ মামুনের বাবা হারুন মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ ( জিডি) করেন।
কুলাউড়া থানা পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চলছে।