তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী যারা বিজয়ী হয়েছেন।
তারা হলেন, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন। শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ জাবেদ।
এদিকে সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন হেলেনা চৌধুরী। সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার। বড়লেখা-জুড়ী-কুলাউড়া আসনে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয় ভোটগ্রহণ। ভোট গ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। পরে ভোট গণনা করা হয়।
ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড সদস্যদের ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, পুলিশ সুপার মোঃ জাকারিয়া জেলা জুড়ে শান্তি পূর্ণ ভোট গ্রহণের সকল ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করা হয়।