তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রনি স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট ২০২২এর উদ্বোধন হয়েছে।
আজ ৪ঠা ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মাঠে আনবিটেন ক্রিকেট ক্লাবের আয়োজনে রনি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২ এর উদ্বোধন হয়েছে।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূবাশা সমাহার ক্লাবের সাবেক ক্রিকটার রূপক দত্ত চৌধুরী, সাংবাদিক তিমির বণিক, বাংলা প্রেস মৌলভীবাজার প্রতিনিধি, শেখ আঃ ওয়াহিদ সোহেল প্রমুখ।
আনবিটেন ক্রিকেট ক্লাবের পৃষ্ঠপোষক রুহেল আহমেদ জানান,এখেলায় মোট ২৪টি টিম অংশ নিয়েছে। আজ উত্তরা যুবসংঘ ক্রিকেট ক্লাব দ্যা গুরু ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা দিয়ে টূর্ণামেন্ট এর সূচনা হয়। খেলায় চ্যাম্পিয়ন দল ১২ হাজার টাকা ও রানার্স-আপ দল ৬ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। এছাড়াও প্রতি দিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ক্রেষ্ট প্রদান হবে।
রনি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন প্রসঙ্গে প্রয়াত রনি’র বড় ভাই তিমির বণিক সংবাদতাকে বলেন, আমার ছোট ভাই রনি ২০১১সালের ২২শে জানুয়ারী হবিগঞ্জ জেলার নোয়াপাড়ার আলআমীন রেষ্টুরেন্ট এর সামনে এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়।সে একজন ভালো খেলোয়ার হিসেবে শ্রীমঙ্গলে সুপরিচিত ছিল। সে পরিবারের সবার আদরেরে ভাই ছিল। আমি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজকদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সাথে সাথে আনবিটেল ক্লাব কে অন্তরের অন্তঃস্থল হতে কৃতজ্ঞ এবং আমাদের পরিবার সবসময় সহযোগিতার আগামীতে থাকবে।
আমার ভাইয়ের খেলার প্রতি আলাদা একটান ছিল এজন্য তার বন্ধু মহল এ আয়োজনের মাধ্যমে স্মৃতি ধরে রেখেছেন এজন্য ধন্যবাদ।