তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাদকদ্রব্যর অপব্যবহার রোধে অদ্য রবিবার (৩১ জুলাই ২০২২) মৌলভীবাজার জেলার রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় “মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।