তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বাঁশের সাঁকো পারাবারের সময় পা পিছলে মনু নদীতে পড়ে ৯ ঘন্টা পর চন্দন রায় (৫৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনিটি ঘটে। আজ রোববার (১লা জানুয়ারি) সকাল ৮ টার দিকে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় ও পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিত্য দিনের মতো সাঁকো দিয়ে যাতাযাত করার সময় মৌলভীবাজার শহরে প্রাণকেন্দ্র পৌর খেয়াঘাটে রাতে বাঁশের সাঁকো পার হতে সময় পা পিছলে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। আজ রোববার সকাল ৯ টার দিকে জাহাজ ঘাটের একটু পিছনে পাওয়া যায়। তার মধ্যে ৯ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। একটি ব্রীজের জন্য আর কত প্রান কত রুপ দেখতে হবে সাধারণ মানুষের!
মৌলভীবাজার সদর মডেল থানার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।